আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে সেলুন ব্যবসায়ী মতিন্দ্র হত্যা মামলার আসামী লিলন মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার নরপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সোমবার সন্ধ্যায় সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতাকৃত লিলন মিয়া উপজেলার গাজীগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার পুত্র। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত আক্তারের আদালতে এই জবানবন্দি গ্রহণ করেন।
এ ব্যাপারে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান, মতিন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পাশাপাশি হত্যার সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ করেছে। তবে মামলার তদন্তের স্বার্থে নাম ঠিকানা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ, গত ৩ অক্টোবর চুনারুঘাটের খোয়াই নদীর পাড় থেকে পুলিশ উপজেলার গাভীগাঁও গ্রামের মনোরঞ্জন মালাকারের পুুত্র মতিন্দ্র মালাকার (২৮) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। ঘটনার পর নিহতের বাবা মনোরঞ্জন বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিলনকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের পর থেকেই আমরা নিহতের পারিবারিক ব্যবসায়ীকসহ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তের কাজ করি।