স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ইটাখোলা মুড়াপাড়া গ্রামে জুয়েল মিয়া (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নোয়াব আলীর পুত্র। গতকাল মঙ্গলবার বেলা ৩টার সময় মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।