প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন ও গণসংযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী।
মঙ্গলবার দুপুরে ও রাতে আব্দুল মুকিত চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাল্লাঘাট, হলিমপুর, চরগাঁও, সোনাপুর, জগন্নাথপুর, চৌকি, বাউসির পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। পরে বিভিন্ন বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরন করেন। এসময় তিনি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।