নবীগঞ্জ প্রতিনিধি ॥ মামলার পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে আব্দুর রউফ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মোতাজিলপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। সুত্রে জানা গেছে, উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে আব্দুর রউফ তার সঙ্গীয় লোকজন নিয়ে ২০১৭ সালের ডিসেম্বরে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুর রহিম তালুকদারের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে রহিমের চাচা আব্দুল খালিক (৫৫) গুরুতর আহত হন। এ ঘটনায় তৎকালীন সময় নবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা নং-৩৪৭/২০১৭ইং দায়ের হয়। মামলা দায়েরের পর থেকে রউফ পলাতক থাকেন। এদিকে মামলার চার্জসীট দেয়ার পর বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।