স্টাফ রিপোর্টার ॥ শহরের বগলা বাজারে পৌরসভার রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। রবিবার বেলা ১২টায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ‘ইউজিপ-৩’ এবং পৌরসভার প্রকৌশলীদের সাথে নিয়ে মেয়র বগলা বাজার যান। নির্মাণকাজের মান যাচাই করতে নির্মানাধীন রাস্তার বিভিন্ন স্থানে পর্যবেক্ষন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, ইউজিপ-৩ এর মিউনিসপ্যাল ইঞ্জিনিয়ার মোঃ মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরূপম দেব, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিলীপ দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান বাবুল।