হবিগঞ্জ সুলতানশী (খান বাড়ির) মহুরম মোহাম্মদ আলী খানের বড় সন্তান ও জাতীয় বিদুৎ শ্রমিক লীগের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক, শাহজীবাজার শাখার সভাপতি গোলাম নবী খান আব্দাল পিতা এবং যুগ্ম আহব্বায়ক হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (ঐজচই) সিনিয়র সাংবাদিক শাহ তাজুল ইসলাম রুমেলের নানা ভাই মহুরম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খান। দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহুরমের গ্রামের বাড়িসহ সিলেটে কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দিনে মহুরমের বিহেদী আত্মার মাগফিরাতের ও শান্তি কামনার জন্য সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধাব ও শুভাকাংখীদের বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি