চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বড়জুস বাজারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে বড়জুস বাজারে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি জাহির মাষ্টারের সভাপতিত্বে গণ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার। পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, সাবেক ছাত্রনেতা বর্তমান রাণীগাও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী ফারুক মাহমুদ, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল কদ্দুস মাষ্টার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার, মৌলানা মাহবুবুর রহমান খান, আব্দুল মতলিব মাষ্টার, লিলু মিয়া, যুবলীগ নেতা সফিকুর রহমান খান, আব্দুল মালেক, জালাল মিয়া, রজব আলী, হাবিবুর রহমান, গাবরু মিয়া, ব্যবসায়ী ফরিদ মিয়াসহ জাতীয় পার্টি নেতা আরব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।