নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেছেন, এদেশে কে সংখ্যাগুরু আার কে সংখ্যালঘু সেটা আলাদাভাবে দেখার কোন অবকাশ নেই। ধর্ম যার যার উৎসব সবার, আনন্দ সবার এ দৃষ্টিতে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা কোন মন্ডপে যদি কেউ জঙ্গী তৎপরতা ও মাদকসেবী এবং ইভটিজাররা কোন রকম অপীতিকর কিছুর আশ্রয় নেয় তাদেরকে সাথে সাথে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সরকারী অনুদান বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা।
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ চন্দ্র রায়, রঙ্গলাল রায়, মহিলা বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর দেবলা দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গোবিন্দ জিউড় আখড়া পুজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ প্রমুখ। এ ছাড়া সভায় প্রতিটি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ নেতবৃন্দ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।