স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানার নবাগত ওসি মোঃ রাশেদ মোবারক বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গ্রাম্যদাঙ্গায় আপস নেই। পুলিশ জিরো টলারেন্স নীতিগ্রহণ করেছে। মাকদকের সাথে জড়িত যত বড় প্রভাবশালীই হোক ছাড় নেই। এমনকি কোনো রাজনৈতিক দলের নেতা হলেও ছাড় দেয়া হবে না। এসব নির্মূল বা প্রতিরোধসহ আইন শংখলার সার্বিক পরিস্থিতিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। কারণ সাংবাদিকগণ সমাজের দর্পণ। তারা সমাজ উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করেন। শনিবার সন্ধ্যায় থানা কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবাগত ওসি রাশেদ মোবারক এসব কথা বলেন। তিনি মঙ্গলবার বানিয়াচং থানায় যোগদান করেন। এর পূর্বে নারায়ানগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় কর্মরত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধক্ষ্য আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, ইত্তেফাক প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন, কালেরকন্ঠ’র প্রতিনিধি মোশাহেদ মিয়া, নয়া দিগন্ত প্রতিনিধি এস এম খোকন, যুগভেরী’র প্রতিনিধি আব্দুল হক মামুন, মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ভোরের কাগজ প্রতিনিধি জীবন আহমেদ লিটন, আমাদের অর্থনীতির প্রতিনিধি শিব্বির আহমেদ আরজু, সিলেটভিউ’র প্রতিনিধি জসিম উদ্দিন, বাংলাদেশ টুডে’র প্রতিনিধি আতাউর রহমান মিলন, ডেসটিনি প্রতিনিধি আবদাল মিয়া, সাংবাদিক কামরুল হাসান কাজল, উমর ফারুক, কাওছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আবদুল কাইয়ূম, এসআই আমিনুল ইসলাম ও এসআই সালাউদ্দিন।