প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি ও কেন্দ্রীয় তাঁতী লীগের অন্যতম সদস্য পুটিজুরি ইউনিনের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা সার্বভৌমত্ব রায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে বাহুবল উপজেলা তাঁতী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাহুবল উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক শেখ মোঃ রাসেল আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সর্দার মোঃ জসিম উদ্দিন। সভায় বক্তব্য দেন জেলা তাঁতীলীগ নেতা সাজু নাছের চৌধুরী, শামীম আহমেদ মহসীন, আব্দুল মতিন, শেখ আহাম্মদ আলী, কৃষিবীদ শাহীন তালুকদার, কামাল হোসেন সিমন, মনিরুজ্জামান তালুকদার। নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক ফারুক মিয়া, চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কবির খন্দকার, বাহুবল উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা তাঁতীলীগ নেতা আছকির মিয়া, উত্তম লৌহ, শেখ জসীম উদ্দিন, তাজুল ইসলাম, মুহিম আহমদ, লিপ্টন দেব, সুমন আহমেদ, শাকিবুল হাসান, মোঃ ফরিদ মিয়া, সোহেল আহমেদ, হাফেজ আবু সালেক প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মোঃ ফখরুল আমিন ও গীতা পাঠ করেন সঞ্জয় পাল।