স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় বাদশা কোম্পানীর সামনে শ্যামলী বাসের ধাক্কায় ৭ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত আলমগীর মিয়া (২৫)কে সিলেট প্রেরন করা হয়েছে। আহত অন্যান্যরা হচ্ছে-আলম মিয়া (২৮), ছাওয়াল মিয়া (৩০), ফয়সল মিয়া (৩০), সোহান মিয়া (২৮), আলম (৩০) ও এবায়দুর (৪৫)। আহত সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে বাদশা কোম্পানীর ময়লা একটি ট্রাক্টরে তুলে অন্যত্র ফেলার জন্য আহতরাসহ আরো শ্রমিক বের হচ্ছিল। কোম্পানীর ভেতর থেকে ট্রাক্টরটি মহাসড়কে উঠা মাত্র শ্যামলী পরিবহনের দ্রুতগামী একটি বাস ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গেলে এর উপরে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ সময় গুরুতর অবস্থায় আলমগীরকে সিলেট প্রেরণ করা হয়। অন্যান্যদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।