প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গতকাল বিকেলে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমোদনের পর উপ-কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদিত কমিটি জমা দেন। এতে মোস্তফা কামাল আজাদ রাসেলকে সদস্য মনোনীত করা হয়। উক্ত কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হচ্ছেন ড. মীর্জা আব্দুল জলিল ও সদস্য সচিব বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী।
উল্লেখ্য, রাসেল ইতোপুর্বে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, আইন বিষয়ক সম্পাদক, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম আহ্বায়ক, ও প্রথম বর্ষ মানবিক বিভাগ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব অত্যান্ত সফলভাবে পালন করেন।
এদিকে তাকে বাংলাদেশ আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রাতে মোস্তফা কামাল আজাদ রাসেল তার নিজের ফেইসবুকে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।