লন্ডন প্রতিনিধি ॥ ড. মোঃ শাহনেয়াজ ওগঙ লবিষ্ট হিসেবে যোগ দেয়ার পর পর দুটি সফলতার মুখ দেখেছে বাংলাদেশ। লন্ডনে এক সাক্ষাতকারে তিনি বলেন, ১১ই সেপ্টেম্বর ২০১৮ইং আমার জীবনের একটি স্মরণীয় ও অত্যন্ত সফল একটা দিন। জাতিসংঘের ওগঙ তে বাংলাদেশের পরামর্শক/লবিষ্ট নিয়োগ পাবার পর ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অরগেনাইজেশন (ওগঝঙ) এর মহাপরিচালক হিসেবে জাতির জনকের সুযোগ্য তনয়া বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী ক্যাপ্টেন মঈন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ডিজি হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সাথে ওগঝঙ-এর এডভাইজারী কাউন্সিলে বাংলাদেশ ভোটাধিকারসহ সদস্যপদ লাভ করেছে।
এই দুই অর্জনই বাংলাদেশের জন্য বিরল সম্মানের। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এখন একটি অনুকরণীয় ব্র্যান্ডের নাম। সময় এখন বাংলাদেশের, সময় এখন আমাদের।
প্রিয় বাংলাদেশকে যেন এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন তার জন্য সকলের দোয়া চেয়েছেন ড. মোঃ শাহনেওয়াজ।