ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ দারিদ্রতার কাছে হার না মানা একজন কিশোরের নাম পিন্টু দাশ। তিনি নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের দেবেশ দাশের পুত্র। ১৫ বছর ধরে নবীগঞ্জ শহরে টেলা গাড়ী চালিয়ে সংসারের ভরণ-পোষন করছেন দেবেশ দাশ। সেই পরিবারেই পিন্টু দাশের জন্ম। জন্মের পর থেকে ক্ষুধা আর দারিদ্রতার সাথে বেড়ে উঠেন পিন্টু দাশ। এরই মধ্যে মা-বাবা তাকে ভর্তি করেন স্কুলে। প্রাইমারি গন্ডি পেরিয়ে নবীগঞ্জ সরকারি জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়ে দশম শ্রেণিতে উঠার পরই পিন্টু অত্র বিদ্যালয় থেকে মেধা পুরষ্কার ভূষিত হন। এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করে বর্তমানে নবীগঞ্জ কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন পিন্টু দাশ। কিন্তু পড়ালেখা করলেও অভাব আর বাবার দিনরাত পরিশ্রম তাকে বিষিয়ে তুলছিল। একমাত্র উপার্জনক্ষম টেলাগাড়ি চালক বাবার উপার্জনে সাংসারিক ভরণপোষনসহ লেখাপড়ার ব্যয়ভার বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। সিদ্ধান্ত নেন পিন্টু দাশ লেখাপড়ার পাশাপাশি নিজে উপার্জন করে পরিবার ও লেখাপড়ার খরচ চালিয়ে নেয়ার। সেই থেকে শুরু করেন আখের রস বিক্রি। একদিকে আখের রস বিক্রি অপরদিকে লেখাপড়া চালিয়ে ধীরে ধীরে সামনে এগুচ্ছেন পিন্টু দাশ। যে কোন পরিস্থিতি মোকাবেলা করে উচ্চ শিক্ষা লাভ করতে চান পিন্টু দাশ।
শুক্রবার পিন্টুর বাড়িতে সরজমিনে গিয়ে দেখা যায়, টিনের ঘরের এক কোনে বসে কাজ করছেন পিন্টুর মা-বোন। পিন্টুর খোঁজ নিতে আসার খবরে চোখের জল মুছে পিন্টুর মা বলেন, পিন্টুর বাবা ঠেলা গাড়ি চালান আর সে বাজারে আখের রস বিক্রি করে তার লেখাপড়া ও আমাদের পরিবারের ভরন-পোষণ করছে। মরার আগে যেন দেখে যেতে পারি পিন্টু একজন উচ্চপদস্থ অফিসার হয়ে দেশ ও সমাজের উপকার করছে। আমি সব সময় এই কামনা করি।
পিন্টুর সাথে আলাপকালে চোখে টলমল পানি নিয়ে কুশল বিনিময় করে তিনি জানান, আমার মা-বাবা একটু শান্তিতে ঘুমাতে পারেনা। সেই যন্ত্রনা থেকে মুক্তি পেতে আমি লেখাপড়া করছি। আমার বাবা টেলা চালিয়ে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমি কিছুটা বড় হওয়ার পর যখন দেখেছি বাবা ঠেলাগাড়ি চালান। তখন আমি বাবাকে সহযোগিতা করতে শহরে আখের রস বিক্রি করছি। আমার বাবা মায়ের কাছে আমি কৃতজ্ঞ ঈশ্বরের কৃপায় তারা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। প্রায়ই পত্রিকার খবরে পড়ি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়ান। তাদের লেখাপড়ার খরচের ভার বহন করেন। যদি আমার লেখাপড়ার দায়িত্ব তিনি গ্রহণ করেন। তাহলে বাবা মায়ের মৃত্যুর পূর্বে তাদের স্বপ্ন বাস্তবায়নে শেষ চেষ্টা করে যাবো।