বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি পুড়ে গেলেও অক্ষত রয়েছেন চালক ও যাত্রীরা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মাইক্রো নোহা গাড়ি (ঢাকা-মেট্রো-গ-১৪-৯৩৬১) ওই স্থানে পৌছুলে চলন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষনিক চালক গাড়িটি দাড় করিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। এরই মধ্যে গাড়ীর সামনের পুরো অংশটিতে আগুনে পুড়ে চাই হয়ে যায়। এদিকে প্রচন্ড বৃষ্টিতে আগুন ধরায় তাৎক্ষনিক স্থানীয় লোকজন আগুন নেভাতে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসলেও গাড়িটি অর্ধেকের চেয়েও বেশি পুড়ে যায়।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।