স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াবাব্যবসায়ীর নাম জুয়েল চৌধুরী। তিনি বানিয়াচং সদরের যাত্রাপাশা গড়পাড় হাটির হারুন চৌধুরীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩২ পিস। গতকাল শুক্রবার ভোর রাতে একই গ্রামের শ্বশুর অনু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জুয়েল মিয়ার কাছে ইয়াবা রয়েছে এবং তিনি শ্বশুর অনু মিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে বানিয়াচং থানার নবাগত ওসি রাশেদ’র নেতৃত্বে এসআই আমিনুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ৩২ পিস ইয়বাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল চৌধুরীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।