স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি ও কেন্দ্রীয় তাঁতী লীগের অন্যতম সদস্য পুটিজুরি ইউনিনের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার টিকেট দিবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করে বিজয়ী করতে হবে। তিনি বলেন বর্তমানে দেশ উন্নয়নের মহাসড়কে পরিনত হয়েছে। প্রতিটি এলাকায় উন্নয়নের ছুয়া লেগেছে। উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলা তাঁতীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বানিয়াচং উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোশারফ হোসেন সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সাইদুর রহমান রুবেলের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সর্দার মোঃ জসিম উদ্দিন। সভায় বক্তব্য দেন জেলা তাঁতী লীগ নেতা সাজু নাছের চৌধুরী, পারভেজ খান, মাহবুব সাদিক উজ্জল, আহাম্মদ আলী, কামাল হোসেন সিমন, হাবিবুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা তাঁতী লীগ নেতা আশিকুর রহমান রাসেল, দেওয়ান লিমন, রাসেল ইসলাম, বদরুল আহমেদ খান, ইকবাল হোসেন পিন্টু, আসাদুজ্জামান, জিয়াউর রহমান, অলি ঠাকুর প্রমুখ।