স্টাফ রিপোর্টার ॥ সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। গতকাল (সোমবার) পৌরসভার সভাকক্ষে ওই কর্মশালার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশদারিত্বের মাধ্যমে দরিদ্র হ্রাসকরন প্রকল্প। সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, এলজিআই, কমিউনিটি ও পৌরসভার প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। কর্মশালায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী, পৌর সচিব নুর আজম শরীফ ও টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ। কর্মশালায় বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, এলজিআই, কমিউনিটি ও পৌরসভার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।