স্টাফ রিপোর্টার ॥ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানিয়াচং উপজেলার ১২নং ইউনিয়নের ইকরাম বাজার, ১৩নং ইউনিয়নের সাঙ্গর বাজার, ১১ নং ইউনিয়নের মক্রমপুর ও হিয়ালা বাজার ও আলমবাজারে গিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন আমার পিতার স্বপ্ন বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকতে চাই’। আগামী নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের দুইবারে নির্বাচিত প্রয়াত এমপি অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে। গণসংযোগের সময় তার সাথে ছিলেন দলীয় নেতাকর্মীরা। রুয়েল তৃণমুলে গণসংযোগের পাশাপাশি কেন্দ্রেও জোর লবিং অব্যাহত রেখেছেন। তিনি আশাবাদী দল তাকে মনোনয়ন দিলে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে হবিগঞ্জ-২ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।