আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবছেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্নের পথে। চলছে জোরেসোরে প্রতীমা তৈরীর কাজ। ঢাকের কাঠি ও ঢোল বেজে উঠলেই ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। কোন মন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষ, আবার কোন মন্ডবে প্রতিমার গায়ে পড়ছে রঙতুলির আঁচড়। আগামী ৮ সেপ্টেম্বর মহালয়া ও ১৫ অক্টোবর মহাষষ্টীর মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাম্বলীদের বৃহৎ এই দূর্গোৎসব। তাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত ভট্টাচার্য্য জানান, এবার লাখাই উপজেলায় ৬৬টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা যেন সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সে জন্য ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভক্তিমূলক গান করতে বলা হয়েছে ও লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দূর্গাকে বরণে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। চলছে প্যন্ডেলসহ মন্ডব সাজানো কাজ। গত বছরের এবার পূজার খরচ বেড়ে গেলেও আয়োজনে কমতি নেই আয়োজকদের।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন জানান, নিশ্চিদ্র নিরাপত্তা জন্য প্রতিটি পুজা মন্ডপে আনসার সদস্য ও পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সার্বক্ষনিক পুলিশ টহল দিবে বলে তিনি জানান। ১৯ অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাম্বলীদের এ দূর্গোৎসব।