প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। গত রবিবার সন্ধ্যায় তিনকোনা পুকুরপাড়স্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরীর উপস্থাপনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, আবুল খায়ের অপু, এডঃ গুলজার খান বুকশান, এডঃ মাহফুজুর রহমান খোকন, এডঃ নিজাম উদ্দিন, হাফিজুর ইসলাম, আলী মোঃ ইউসুফ, পাপন দত্ত চৌঃ, মইনূল ইসলাম পারভেজ, কামরুজ্জামান মিলন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, আল আমিন, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, রেজাউল করিম, কায়েস মোন্তাকিম, সুটন মিয়া, রুবেল আহমেদ, আল আমিন তালুকদার, তরিকুল ইসলাম, উজ্জ্বল, ফজলে রুহানী, সুমন, মোঃ জাহেদ, জীবন, নোবেল প্রমুখ। সংবর্ধনার জবাবে মাহবুবুর রহমান আউয়াল বলেন, “ছাত্রদল অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিজয়ী করে প্রমাণ করেছে তারা দলের দুর্দিনে পাশে থাকে”।