নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান গত শুক্রবার দুপুরে মুড়াউড়া মহাদেব মন্দিরে অনুষ্টিত হয়। ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি অঞ্জন লাল ধরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিতেন্দ্র বৈদ্যর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য ব্যাংক কর্মকর্তা বাদল কৃষ্ণ বনিক, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক তনুজ রায়। অনুষ্টানে বক্তব্য রাখেন, ব্রজগোপাল রায়, কৃপেশ রায়, কাজল কর, পরিমল মালাকার, লিটন দেব, বাদল বৈদ্য, সুবল চনদ্র দেব, সচিন্দ্র বৈদ্য, শম্ভু আচার্য্য প্রমূখ।