স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরে সিএনজি ফিলিং স্টেশনের নিকট থেকে এক ৩৫ বছরের অজ্ঞাত মহিলার মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে স্থানীয় লোকজন ওই মহিলার মৃতদেহটি পড়ে থাকতে দেখে মাধবপুর থানায় খবর দিলে তারা বলে এটি আমাদের কাজ নয়। হাইওয়ে থানা পুলিশের কাজ। পরে হাইওয়ে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা সড়ক পারাপারের সময় অজ্ঞাত ট্রাক বা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই মহিলার পরিচয় পাওয়া যাযনি এবং দুর্ঘটনার কারণে তার মুখমন্ডল বিকৃত থাকায় ছবি তোলা সম্ভব হয়নি।