বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ক্যান্সার আক্রান্ত ৬ জন রোগীর মধ্যে ৩ লাখ টাকার অনুদান প্রদান করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান। শনিবার দুপুরে উন্নয়ন মেলার মঞ্চে রোগীদের হাতে চেকের মাধ্যমে অনুদানের টাকা তুলে দেন তিনি। জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ক্যান্সার সিরোসিস, কিডনি ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের সমাজসেবা অধিদফতরে আওতায় সরকার এই অনুদান প্রদান করে থাকে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, পিআইও প্লাবন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, সমাজসেবা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনির হোসেন, উপাধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ।