চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম পাকুড়িয়া গ্রামের একাংশের দীর্ঘদিনের দাবী বিদ্যুতায়ন। পশ্চিম পাকুড়িয়া গ্রামের একাংশের বহু প্রতিক্ষিত দাবী অবশেষে পূরণ হয়েছে। সোমবার বিকালে ডিসিপি হাই স্কুলের সন্নিকটে একটি খুটি স্থাপনের মাধ্যমে পশ্চিম পাকুড়িয়া গ্রামের একাংশের জনগণের বিদ্যুতায়নের ব্যবস্থার কাজের সূচনা করলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, সহ-সভাপতি হাজী বাহার মিয়া, শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম তালুকদার, আকছির মিয়া ভান্ডারী, মোঃ সমুজ আলী, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিলন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল, ডাঃ তৌহিদুল ইসলামসহ অনেকেই। উল্লেখ্য যে, পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রায় ৫০টি পরিবার পল্লী বিদ্যুতের আওতায় আসবে।