প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা নির্বাহীর মাসিক বৈঠক গত ৪ অক্টোবর বৃহষ্পতিবার বিকালে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাহী সভাপতি মাওঃ মোঃ আনোয়ার আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ মিরপুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কাজী মাওঃ হারুনুর রশিদ চৌধুরী, জেলা সহ-সভাপতি হাফিজ আব্দুল হামিদ, জেলা সহ-সাধারন সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে দলীয় এম.পি প্রার্থী আলহাজ্ব মাওঃ নোমান আহমদ সাদিক, সহ-সেক্রেটারী, চুনারুঘাট থানা সভাপতি মাওঃ আব্দুল কদ্দুস নোমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আশিকুর রহমান, বাহুবল থানা সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী মাওঃ আব্দুল আহাদ আজাদ, হবিগঞ্জ শহর শাখার সভাপতি মাওঃ মুফতি মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, নির্বাহী সদস্য মাওঃ আব্দুর রহমান, মাওঃ শেয়খ সালেহ আহমদ, হবিগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি বিশিষ্ঠ আলহাজ্ব মাওঃ মহিউদ্দিন প্রমুখ।
বক্তাগন বলেন আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে আলেমদের ঐক্ক্যের বিকল্প নাই, এই মুহুর্তে একটি বিশাল ঐক্যের প্রয়োজন। দলমত নির্বিশেষে সকল উলামায়েকেরামদেরকে এক ফ্যট ফরমে আসতে হবে।