নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সদস্য সুনীল সরকার (৬৭) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে পরলোক গমন করেন। গতকাল শুক্রবার ভোরে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সুনীল সরকারের মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, মৃম্ময় কান্তি দাশ বিজন, তাপস বনিক, রশময় শীল, ডাঃ মিহির লাল সরকার, নরেশ চন্দ্র দাশ, তনয় কান্তি ঘোষ অনজন, নিতেশ দাশ, নারায়ন দাশ, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, বিশ্বজিত গোপ, জয়হরি দেব শোক জ্ঞপন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।