আজিজুল ইসলাম সজিব ॥ নবীগঞ্জের সাবেক মেম্বার পুত্রকে ইয়াবাসহ গ্রেফতার করেছে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাত ১১টার দিকে শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা (মদনপুর) গ্রামের সাবেক মেম্বার আব্দুল হেকিমের পুত্র মোঃ আলমগীর হোসেন (৩৯) দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ফেরি করে ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী শায়েস্তানগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকাতে ইয়াবা ফেরি করে বিক্রয়ের সময় মোঃ আলমগীর হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে ১শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।