স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন-চুরি-ডাকাতি, ইভটিজিংসহ অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। সকলে সম্মিলিতভাবে কাজ করে হবিগঞ্জকে শান্তিপূর্ন একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো। মাদক নিয়ন্ত্রন ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে পুলিশ। তিনি বলেন-হবিগঞ্জের আলোচিত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীরা কোন প্রকার ছাড় পাবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল বৃহস্পতিবার শহরের আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর উদ্যোগে শহরে ছিনতাই, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্স এর সভাপতি সামছুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমান, হবিগঞ্জ চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট শামীম আহছান, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোদারিছ আলী টেনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ধান চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, কালীবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আহমদ কবির আজাদ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যকস এর উপদেষ্ঠা আলহাজ্ব মহিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ হিরাজ মিয়া, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজমুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, ব্যক্স এর সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, কোষাধ্যক্ষ হাজী আব্দুল রহমান তালুকদার, প্রচার সম্পাদক শেখ মোঃ নূরুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সুমন, সমাজ কল্যাণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম। সভায় বক্তারা বলেন-অপরাধ দমনে পুলিশকে ব্যবসায়ী নেতৃবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা করবেন। তবে যেখানে চুরি, ডাকাতিসহ অপরাধ মুলক কর্মকান্ডের ঘটনা ঘটে সেখানে তাৎক্ষণিক পুলিশকে এগিয়ে আসতে হবে।