স্টাফ রিপোর্টার ॥ নবনির্বাচিত হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর প্রথম কার্যকরি কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবের অফিস কক্ষে এ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল চৌধুরী। সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি দিদার এলাহী সাজু, মামুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহমুদল হক সুজন, কার্য নির্বাহী সদস্য মাওলানা কেএম ওয়াহাব নঈমী, আব্দুর রউফ সেলিম।
সভায় বানিয়াচং, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি বিলুপ্ত করে ১ মাসের শাখাগুলো পুনঃ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২০ অক্টোবর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। কার্যকরি কমিটির ২টি শুন্যপদ সভায় আইন সম্পাদক হিসাবে আশাহিদ আলী আশা এবং সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে কেএম সামছুল হক আল-মামুনকে সর্ব সম্মতিক্রমে মনোনীত করা হয়।