স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শায়েস্তাগঞ্জে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই লিফলেট বিতরণ করেন।
এ সময় এমপি আবু জাহির বলেন, সফল রাষ্ট্রনায়ক দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশ। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা, গণতন্ত্র ও প্রগতির শক্র, দেশ ও জাতিদ্রোহী বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তি পুনরায় তৎপর হয়ে উঠেছে।
এমপি আবু জাহির আরো বলেন, মুক্তিযুদ্ধের পরে শক্তির আস্থার ঠিকানা ও উন্নয়নের রোল মডেল বিশ্ব মানবতার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিন।