বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খানকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মিছিল ও সভা করেছে বানিয়াচং আদর্শবাজার ও সারংবাজার এলাকার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৃথক পৃথক মিছিল ও সভা হয়। আদর্শবাজার মিছিল শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আহমেদ হোসেন লস্কর। উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হুসেন খান বাহার, হাফিজুর রহমান সর্দার, সাহেদ মিয়া, জাহেদ মিয়া মেম্বার, ছবর আলী সর্দার, আবদুল হক, মো. মর্তুজ, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, মিন্ঠু মিয়া, মুর্শেদ মিয়া, তোফাজল মিয়া, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আতিক হাসান আবিদ প্রমূখ। এদিকে সারং বাজার এ প্রতিবাদ মিছিল শেষে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুল হামিদ মেম্বার, আলী আকবর, গোলাম হুসেন, আবদুল হক, আবদুল জলিল, হাফিজুর রহমান, মোবারক মিয়া মেম্বার, ৭নং ওয়ার্ডের মেম্বার মখলিছুর রহমান, আরজু মিয়া, বরকত মিয়া, খেলু মিয়া, নুর মিয়া, মাহমুদ মিয়া, সহিদ মিয়া প্রমূখ।