নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার শীর্ষ মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়া (৪৫) কে আধা কেজি গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়ায় মাদক ব্যবসায়ী ইউনুছের বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেফতার করে। সে মর্তুজ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে ও এএসআই সোহাগ আহমেদ, এএসআই মোখলেছ আহমেদ সহ একদল পুলিশ উপজেলার পানিউমদা পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ইউনুছের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং ঘরে তল্লাসী চালিয়ে আধা কেজি গাজা জব্দ করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।