শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নৌকা জনগণের মার্কা। নৌকা উন্নয়নের মার্কা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন উন্নয়নের ধারাবাহিকতা থাকে। ২০১৪ সালে আওয়ামী লীগ পূনঃনির্বাচিত হয়েছিল বলেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এ কারণেই সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
বুধবার বিকেলে বামৈ উচ্চ বিদ্যালয় মাঠে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। বিশ্বদরবারে আমাদের মাথা উঁচু হয়েছে। আমরা চাই দেশের মানুষের উন্নয়ন। আমরা যা যা ওয়াদা করেছি, সবকিছু ঠিকমতো পালন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। যে কারণে লাখাইসহ সকল প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছে গেছে ঘরে ঘরে বিদ্যুৎ।
তিনি বলেন, বিএনপি নেত্রী এতিমদের জন্য টাকা এনে আত্মসাত করেছেন। তারেক রহমানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগে বিদেশে মামলা হয়েছে। বিএনপি ও খালেদা জিয়া ওই স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছিল এ দেশের পতাকা। তারা দেশের সম্পদ বিদেশে পাচারে ব্যস্ত থাকে।
এমপি আবু জাহির বলেন, আপনারা আমাকে দুইবার ভোট দিয়ে নির্বাচিত করার পর বিগত প্রায় দশ বছরে সম্পন্ন হয়েছে অভাবনীয় অনেক উন্নয়ন। রোদ বৃষ্টি মাথায় করে দিন রাত পরিশ্রম করেছি আপনাদের কাজে। আমি কি করেছি, সবই দৃশ্যমান। এ সময় লাখাইয়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত জনতা হাত তুলে তার বক্তব্যের প্রতি একাত্মতা পোষন করেন
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক লস্কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ড. কুতুব উদ্দিন চৌধুরী, নুরুজ্জামান মোল্লা, এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, চেয়ারম্যান এনামুল হক মামুন, চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, মুর্শেদ কামাল, ফারুক আহমেদ, কৃষক লীগ নেতা ফারুক আহমেদ, ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, সোহেল লস্কর, মোল্লা মোঃ আলমগীর, করিম মেম্বার, এডঃ খোকন চন্দ্র গোপ, খাইরুদ্দিন, নজরুল ইসলাম, আপন মিয়া, জাকির হোসেন মেম্বার, আব্দুল করিম ইকবাল, রায়হান মেম্বার, আক্কাছ মিয়া, নজরুল নজরুল ইসলাম, কাউছার আহমেদ, এমএ আকবর, সাবেক মেম্বার আব্দুর রহমান, আবু তাহের, ওয়ালিদ খান, ছাবু মিয়া, জানু মিয়া, শান্ত মিয়া, আব্দুর রশিদ, লোকমান খান, শেখ রেনু মিয়া, রফিক মেম্বার, বেলাল মিয়া, আবু বক্কর, রাজ মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com