প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে পরিকল্পিত ভাবে গাড়ী চাপা দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা চেষ্ঠার প্রতিবাদে বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলীগঞ্জ বাজারে জেলা আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কাজী আমিন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোফাচ্ছল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আসকর মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এজেড এম উজ্জল, নাজমুল ইসলাম তালুকদার, মোছাব্বির হোসেন, মুজিবুর রহমান, মহিরুজ্জামান মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন, আমিনুল হক, অসিত দাস সুমন, জনি চৌধুরী, গিয়াস উদ্দিন, রিপন দাস, আওয়ামীলীগ নেতা শেখ আজিজুল হক, পবিত্র দাস, জগত বিন্দু, হাজী সুরুজ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, মালিক দাস, স্বপন দাস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ শাহজাহান, তাউছ আলম, শিবুল আচার্য্য, আছকির মিয়া, ইউনিয়ন ওলামালীগ সভাপতি হাফেজ সামরুল ইসলাম, কাজী আরব আলী, হাজী তাহির হোসেন, শাহীন মেম্বার, জহুর আলী, গিয়াস উদ্দিন, আব্দুল কাইয়ূম, ভিংরাজ মিয়া, মিজানুর রহমান, দোলন কান্তি দাস প্রমূখ। সভায় বক্তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এমপি মজিদ খানকে গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং আগামী ২৪ ঘটনার ভিতরে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় পুকড়া ইউনিয়নবাসী তীব্র আন্দোলনের কর্মসূচি নেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।