লাখাই প্রতিনিধি ॥ পুকুরে মাছ পালানো কে কেন্দ্র করে লাখাই উপজেলার সিংহগ্রামের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাফি মিয়া ও কদ্দুছ মিয়ার লোকজনের মাঝে গ্রামের একটি পুকুরে মাছ ফেলা নিয়ে উত্তেজনা চলছিল। গতকাল সকালে হাজী মোস্তফা মিয়া পুকুরে মাছ ফেললে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ১৫ জন লোক আহত হয়। গুরুতর আহত জজ মিয়া, মোহন ও রাসেলকে ঢাকায় প্রেরন করা হয়েছে। আহত এবাদুল, কাইয়ুম, শিবলিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হুসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।