নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জে আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সভাপতি তৌহিদ-বিন-হাসান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলা সফল ও সার্থক করতে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, বার্তা সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক প্রতিদিনের সংবাদ ও জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ। এতে উপ¯ি’ত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আলী আরজদ, সেলিম আহমদ, দৈনিক তরফ বার্তার প্রতিনিধি সুমন আলী খাঁন, দৈনিক প্রভাকরের ভ্রাম্যমান প্রতিনিধি এস এম আমীর হামজা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সংবাদ মিডিয়ায় প্রচার করার আহবান জানান। উক্ত মেলায় সরকারের বিভিন্ন দপ্তরেরসহ ৪৫ টি স্টল থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।