স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে দুই দল লোকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহতরা জানায়, ওই গ্রামের আহমদ আলীর সাথে আজিজ মিয়ার বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় জামিলা বেগম (৩৫), আসমা (১৫), আহমদ আলী (৩০), আজিজ (৬০), ইসাক মিয়া (৭২) ও রাজা মিয়া (১০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।