মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নারীর নাম হেলেনা আক্তার। তিনি মাধবপুর উপজেলার নারায়নপুর ইসলামাবাদ গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২৫০ পিস। গতকাল সোমবার ভোররাতে নোয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হেলেনা আক্তারকে গ্রেফতার করে।
মাধবুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান , তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।