নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে দু’সিএনজি স্ট্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও লুটপাটের ঘটনাটি গতকাল সোমবার শালিসের মাধ্যমে নিঃষ্পত্তি হয়েছে। উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত শালিস বৈঠকে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। শালিস বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, ওসি (অপারেশন) উত্তম কুমার দাশ, প্রধান শালিস প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাই, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, বজলুর রশীদ, আবু সিদ্দীক, নজরুল ইসলাম, ছাইম উদ্দিন, সাজু চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, মেহের আলী মহালদার, মুক্তাদির চৌধুরী, শ্রমিক ইউনিয়নের সভাপতি এওর মিয়া, জাপা সভাপতি শাহ আবুল খয়ের, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বিশিষ্ট বিচারক মাষ্টার কনা মিয়া, এলাইছ মিয়া, আলা উদ্দিন, হাজী তরাজ মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা প্রমূখ।
শালিস বৈঠকে সৌর্হাদ্যপুর্ণ পরিবেশে শান্তিপুর্ণভাবে সিএনজিকে কেন্দ্র করে চরগাওঁ, তিমিরপুর এবং রাজাবাদ, রাজনগর গ্রামবাসীর মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা নিঃষ্পত্তি হয়। এছাড়া শহরের ভিতরে কোন সিএনজি না রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। শহরে অবস্থানকারী সিএনজিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অপর দিকে শহরে চুরি, মাদক, ইভটিজিংকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শালিস বোর্ড।