স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারী প্রাথমিক দ্যিালয়ের সহকারী শিক্ষিকা রিবন রানী দাশ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছে। গতকাল এ ফলাফল ঘোষণা করা হয়েছে। লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক অজয় কুমার দাশের স্ত্রী রিবন ইতিপূর্বে ২০১৪ সালে লাখাই উপজেলায় শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত শিক্ষক সীতেশ চন্দ্র দাশে ও সবিতা রানী দাশের একমাত্র কন্যা রিবন দাশ ভবানীপুর গ্রামের অবসর প্রাপ্ত প্রদান শিক্ষক মুিিক্তযোদ্ধা অবনী মোহন দাশের ভাতুষ্পুত্র বধু।