স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও নাম্বার বিহীন ও চোরাই মটর সাইকেল ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযোগ রয়েছে এক শ্রেণীর চোরাকারবারীরা পুলিশ ও সাংবাদিক নাম লিখে মটর সাইকেল ব্যবহার করছে। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানার এসআই খান মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদর থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাসী শুরু করে। এ সময় নাম্বার বিহীন ৫টি মোটর সাইকেল আটক করা হয়। মালিকরা কাগজ পত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। ৫টি সাইকেলের মধ্যে ১টি সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।