প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বিএনপির সমাবেশ সফল করতে জেলা বিএনপির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধার পর শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে মাঠ ছাড়া করা যাবে না। মামলা হামলার ভয় উপেক্ষা করেই বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, সহায়ক সরকারের অধিনেই আগাম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই সহায়ক সরকারের দাবী আদায়ের লক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না।
মেয়র জি কে গউছ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন একটি অংশগ্রহনমূলক নির্বাচন দিতে চান। যদি প্রধানমন্ত্রীর কথাই সত্য হয় তাহলে যারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন তারা প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করছেন। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে অংশগ্রহনমূলক কোনো নির্বাচন হবে না। তিনি মিথ্যা মামলা দেয়া থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম ইসলাম তরফদার তনু, এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, হবিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, নজরুল ইসলাম নানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক এডঃ মুদ্দত আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি।