চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় পৌরসভার বাল্লা রোড সামাজিক সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব সালাম তালুকদার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারী মাওঃ আব্দুল কাইয়ূম, সাংবাদিক এস এম সুলতান খাঁন, ব্যবসায়ী আলহাজ্ব দানিছ মিয়া, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুহেল আরমান, চুনারুঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, মনির আহমেদ, উপজেলা ছাত্র সেনার সভাপতি মামুনুর রশিদ, চুনারুঘাট ব্যকস সদস্য সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহজামান সামী, মাসুম আহমেদ, মাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহ আলম, সায়েম তালুকদারসহ আরও অনেকই। বক্তরা বলেন যতদিন পর্যন্ত পলাতক আসামীদের গ্রেফতার ও ফাঁসি নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।