স্টাফ রিপোর্টার ॥ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় স্কুল হকি প্রতিযোগীতা দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ঢাকাস্থ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলায় বিএফ শাহীন স্কুল এন্ড কলেজকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়। আগামী ২ এপ্রিল চট্টগ্রাম জেলা সদরের একটি স্কুলের সঙ্গে রিচি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। রিচি উচ্চ বিদ্যালয়ের পক্ষে অত্র স্কুলের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম ও স্কুল কমিটির পক্ষে টিম ম্যানেজার হিসেবে ডাঃ জিতু মিয়া টিমের সঙ্গে রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি জাতীয় স্কুল হকি প্রতিযোগীতায় সিলেট বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।