মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে এক কিশোর গুরুত্বর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের এনামুল হকের পুত্র নাজমুল হক (৯) নিজ বাড়ির পুকুরে গতকাল সোমবার সন্ধ্যায় হাত মুখ ধুতে যায়। এ সময় পুকুরের পানিতে নামলে একটি বিষধর সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড় খেয়ে নাজমুল শুর-চিৎকার শুরু করলে তার পরিবারের লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ওই কিশোরকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।