জেলা পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জ লন টেনিস ক্লাবে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার অনুদানের চেক হস্তান্তর করেন। ক্লাবের পক্ষে চেক গ্রহণ করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী। ছবিতে চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।