নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ কবির মিয়ার বাড়িতে হামলার ঘটনার দায়েরী মামলায় নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার বিএনপি নেতা রুহুল আমীন রফুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জের আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন। আটককৃত রফু পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত আবরুছ উল্লার ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছালামতপুর গ্রামে ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়ার মালিকানাধীন পুকুর পাড় দিয়ে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত ছোরাব উল্লার ছেলে সাজু মিয়া, মিঠন মিয়া ও শওকত মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে মামলা রয়েছে। গত ২৪ জুলাই মামলার শুনানী শেষে গ্রামে ফিরে একই গ্রামের সাবেক কমিশনার ও বিএনপি নেতা রুহুল আমীন রফু’র নেতৃত্বে ২৫/৩০ জন কাউন্সিলর কবির মিয়ার পুকুর পাড় দিয়ে রাস্তা নির্মাণের জন্য গেলে কাউন্সিলরের পক্ষের লোকজন বাধা দিলে তাদের উপর অর্তকিত হামলা চালায়। এতে কাউন্সিলর কবির মিয়ার ভাতিজা জিল্লুর রহমান (৪৫), খালেদা বেগম (৫৫), নজির উল্লা (৫৮)সহ কমপক্ষে ৫জন আহত হয়। এ সময় হামলাকারীরা কাউন্সিল কবির মিয়ার বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ২ জন নবীগঞ্জ হাসপাতালে ভর্তি এবং নজির উল্লাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় কাউন্সিলর কবির মিয়া ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞানামা ৭/৮ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে সাবেক কমিশনার রফু ব্যতিত অপর আসামীগণ জামিনে আসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রবিবার সকালে আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক সাবেক ওই কমিশনারকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।