প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জমিয়তের বৈঠক অনুষ্টিত হয়েছে। বৈঠকের সিদ্ধাান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর জেলা কাউন্সিল অনুষ্টিত হবে। জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির এক বৈঠক জেলা সভাপতি আল্লামা তাফাজ্জুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরীর পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগামী ১৮ অক্টোবর জেলা জমিয়তের কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। ৯ সদস্য বিশিষ্ট জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ঘোষিত প্রার্থীদের মাঠে-ময়দানে কাজ করার জন্য জোর তাগিদ দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল মজিদ, শায়েখ মুখলিছুর রহমান, মুফতি আব্দুল হান্নান, মুফতি মাহবুবুর রহমান হেলাল চৌধুরী, মাওঃ আব্দুল করিম আজহার, মাওঃ কুতুব উদ্দিন, মাওঃ আলী আহমদ, মাওঃ শিব্বির আহমদ, মাওঃ মুজিবুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আসাদুর রহমান, মাওঃ মাসুকুর রশিদ, মাওঃ আইয়ুব বিন সিদ্দিক, মাওঃ মাসরুরুল হক, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ রফিকুল ইসলাম, মুফতি আমির আহমেদ, মাওঃ তৈয়বুর রহমান প্রমুখ। পরিশেষে সভাপতি দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।