স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে প্রেমের টানে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে নারায়নগঞ্জ থেকে ৩ মাস পর উদ্ধার করেছে হবিগঞ্জ পিবিআই। এ সময় কথিত প্রেমিক স্কুল শিক্ষক পালিয়ে গেছে। গত রবিবার ভোরে পিবিআই ইন্সপেক্টর মাইনুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ নারায়নগঞ্জ কাচপুর এলাকার একটি আবাসিক হোটেলের সামনে থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে বিকালে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি শেষে তার পিতা মাধবপুর উপজেলার শ্যামপুর গ্রামের সজিব পালের জিম্মায় দেওয়া হয়।
সূত্র জানায়, মাধবপুর উপজেলার শ্যামপুর গ্রামের সজিব পালের কন্যা প্রিয়া পাল (১৫), সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে ওই স্কুলের শিক্ষক গিয়াস কামাল (৩০) এর কাছে প্রাইভেট পড়ত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ঘরে উঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই জন দুই ধর্মের বিদায় বাধা সৃষ্টি হয়ে দাড়ায়। কিন্তু প্রেম মানে না যাত-বেজাত ধনী-গরীব বিবুর হয়ে গত ৩ মাস আগে গিয়াস উদ্দিন কামাল ও প্রিয়া পাল অজানার উদ্দেশ্য পাড়ি জমায় ঘর বাধার আসায়। নারায়নগঞ্জ কোর্টে এফিডিভিটের মাধ্যমে প্রিয়া পাল থেকে পিয়ারা আক্তার হয়ে এফিডিভিটের মাধ্যমে তারা বিয়ে করে। এবং ওই এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করে। এদিকে, প্রিয়াকে হারিয়ে বাবা সজিব পাল মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। মাধবপুর থানায় অপহরনের মামলা দিলে পুলিশ দীর্ঘদিনেও প্রিয়াকে উদ্ধার করতে পারেনি। অবশেষে মামলাটি পিবিআইকে দায়িত্ব দিলে তাকে উদ্ধার করা হয়। গিয়াস কামাল সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তদন্তকারী কর্মকর্তা জানান, গিয়াস কামালকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।